Header Ads

Header ADS

ওয়ার্ড প্রসেসর কি?


কম্পিউটার আবিষ্কারের পূর্বে মানুষ তার সকল প্রয়োজনীয় তথ্য  লিখনির মাধ্যমে লিপিবদ্ধ করে রাখত। তাতে সাধারণত কাগজ ও কালি ব্যবহার করা হত। সময়ের সাথে সাথে টাইপরাইটর আবিষ্কার হয়। এবং  কম্পিউটার এসে সেই জায়গা দখল করে। কম্পিউটারে ব্যবহৃত ওয়ার্ড প্রসেসর এমন একটি সফ্টওয়্যার যা একজন ব্যবহারকারীকে প্রয়োজনীয় তথ্য লিখিত আকারে নথিভুক্ত করতে ও সম্পাদনা এবং মুদ্রণ করতে সহায়তা করে।



ওয়ার্ড প্রসেসর সম্পাদিত তথ্য কম্পিউটার মনিটরে প্রদর্শন, হার্ডডিস্কে সংরক্ষণ, কীবোর্ড, মাউস এর মাধ্যমে তথ্য ও কমান্ড গ্রহণ করে সংশোধন ও মুদ্রণ করে। শব্দ প্রক্রিয়াকরণের অসংখ্য সফ্টওয়্যার বর্তমানে প্রচলিত আছে তবে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল মাইক্রোসফটের এমএস ওয়ার্ড। এছাড়া আরো সফ্টওয়্যারের মধ্যে রয়েছে Libre Office, Free Office, WPS Office, Word Perfect ইত্যাদি।





কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.